ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কোভিড: ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ২৫৮

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

সবশেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫৮ জন। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের হার চার দশমিক ৩৮ শতাংশ। গতদিন এ সংখ্যাটি ছিল তিন দশমিক ৮৯ শতাংশ। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট পাঁচ হাজার ৮৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ১০ হাজার ৭৪৮ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।
সরকারি হিসাবে করোনার সংক্রমণে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৩২০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ২২১ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৫৪ হাজার ৮০৬ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এএইচএস