‘কষ্টের টাকায় ফিক্সড ডিপোজিট করেছি’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
আর্থিক দূর্নীতির মামলায় অভিযুক্ত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। প্রশ্ন উঠেছে তার একাধিক ফিক্সড ডিপোজিট নিয়ে। অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সেই ফিক্সড ডিপোজিটের কোনও সংযোগ আছে কিনা।
উত্তরে অভিনেত্রী বলেছেন, কষ্টার্জিত টাকায় ফিক্সড ডিপোজিট করেছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।
২০০ কোটি টাকা আর্থিক দূর্নীতির অভিযোগ রয়েছে জ্যাকুলিনের বিরুদ্ধে। একাধিক ফিক্সড ডিপোজিট প্রসঙ্গে অভিনেত্রী জিজ্ঞাসাবাদে বলেন, ‘আমার ফিক্সড ডিপোজিটের সঙ্গে অনৈতিক কাজের কোনও সংযোগ নেই। এটা সম্পূর্ণ আমার কষ্টের উপার্জনের টাকা। এই টাকা যখন আমি রেখেছিলাম তখন আমার জীবনে সুকেশ চন্দ্রশেখরের কোনও অস্তিত্ব ছিল না। আমি এই নামের কোনও ব্যক্তিকে চিনতাম না। তাই ফিক্সড ডিপোজিটের সাথে সুকেশ বা অনৈতিক কাজের কোনও সংযোগ নেই।’
জ্যাকুলিনের বিরুদ্ধে জেলবন্দি জালিয়াত সুকেশ চন্দ্রশেখরের চাঁদাবাজির অর্থের সুবিধাভোগ করার অভিযোগ উঠেছে। এছাড়াও সুকেশের কাছ থেকে প্রায় ১০ কোটি রুপির উপহার নিয়েছেন জ্যাকুলিন। যার মধ্যে ৭ কোটি রুপির বেশি সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি।
জ্যাকুলিনের গ্রেপ্তারের আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। তার বিদেশে যাতায়াত সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে বলেও জানা গেছে।
এমএম/