গ্রামীণ টেলিকমের এমডিসহ ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ (ভিডিও)
সাইদুল ইসলাম
প্রকাশিত : ০৯:৫০ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
গ্রামীণ টেলিকমের এমডি নাজমুল ইসলাম
গ্রামীণ টেলিকমের এমডিসহ ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। পরে দুদক সচিব মাহবুব হোসেন বলেন, প্রয়োজনে প্রতিষ্ঠানটির যে কাউকেই তলব করা হবে। তবে, গ্রামীণ টেলিকমের অর্থপাচারের বিষয়টি নাকচ করেছেন প্রতিষ্ঠানটির আইনজীবী।
সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারী কল্যাণ তহবিলের ৪৫ কোটি টাকা আত্মসাৎ ও প্রায় তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পাঠায় দুদকে।
জুলাই মাসের শেষ দিকে দুদক অভিযোগটির অনুসন্ধান শুরু করে। এরই ধারাবাহিকতায় দুদক গ্রামীণ টেলিকমের এমডি, আইনজীবীসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেয়।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দুদকে আসেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম। এর আগে আসেন আইনজীবী।
প্রায় দুই ঘণ্টা পর এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন দুদক সচিব। তিনি জানান, অভিযোগের সত্যতা যাচাই চলছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রয়োজনে যে কাউকে ডাকা হতে পারে।
দুদক সচিব মাহবুব হোসেন জানান, অভিযোগ ও তথ্যের যাচাই বাছাই করেই ব্যবস্থা নেয়া হবে।
তবে গ্রামীণ টেলিকমের দাবি, এটি একটি ভুল বোঝাবুঝি। কোনো অভিযোগই সত্য নয়।
একই অভিযোগে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সদস্য মাইনুল ইসলামকে আগেই আটক করে গোয়েন্দা পুলিশ।
এনএস//