১০২তম জন্মবার্ষিকীতে ভানু বন্দোপাধ্যায়কে স্মরণ
আশরাফ শুভ
প্রকাশিত : ০১:১৯ পিএম, ২৬ আগস্ট ২০২২ শুক্রবার
বাংলা চলচ্চিত্রে কৌতুক অভিনয়কে অনন্য মাত্রা দিয়েছেন ভানু বন্দ্যোপাধ্যায়। ঢাকার ভানু হিসেবেই কলকাতায় নিজেকে পরিচিত করে তুলেছিলেন। ভারতবর্ষে স্ট্যান্ডআপ কমেডি তার হাত ধরেই শুরু। ১৯৪৭ এ জাগরণ সিনেমা দিয়ে শুরু। এরপর পাশের বাড়ী, সাড়ে চুয়াত্তর, যমালয়ে জীবন্ত মানুষসহ তিনশ’রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। একশ দুইতম জন্মবার্ষিকীতে ভানু বন্দোপাধ্যায় সম্পর্কে জানাচ্ছেন আশরাফ শুভ।
কোলকাতার বাংলা চলচ্চিত্রে ঢাকাইয়া উচ্চারণ প্রতিষ্ঠা করেন বিক্রমপুরের সাম্যময় বন্দ্যোপাধ্যায়। ১৯২০ সালের ২৬শে আগস্ট জন্ম।
শৈশব কেটেছে ঢাকায়। সেন্ট গ্রেগরি’স হাই স্কুল এবং জগন্নাথ কলেজে শিক্ষা শেষ করেন। ছোটবেলায় শহীদ দীনেশ গুপ্তর সান্নিধ্যে এসে জড়িয়ে পড়েন স্বাধীনতা সংগ্রামে। ১৯৪০-৪১ সালের দিকে কলকাতায় পা রাখেন ভানু। আয়রন এন্ড স্টীল কম্পানি নামে একটি সরকারি অফিসে যোগ দেন।
৪৭ সালে জাগরণ ছবিতে ছোট্ট একটা চরিত্রে অভিনয় শুরু। এরপর বরযাত্রী, পাশের বাড়িসহ বহু সিনেমায় অভিনয় করেন তিনি। সাড়ে চুয়াত্তর আর যমালয়ে জীবন্ত মানুষ চলচ্চিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন ভানু।
অভিনয়ের পাশিপাশি হাস্য কৌতুকের বই ও সংলাপ লিখতেন ভানু। গেয়েছেন অসংখ্য গানও।
ভারতবর্ষে স্ট্যান্ডআপ কমেডিতেও বড় অবদান রাখেন ভানু। উত্তম-সুচিত্রার যুগে বাংলা চলচ্চিত্রে অভিনয় দিয়ে টালি পাড়ায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন ভানু।
শুধু কমেডি নয়, নায়কের ভূমিকাতেও অভিনয় করেছেন ঢাকার ভানু।
চরিত্রের প্রয়োজনে কখনো কখনো নারী চরিত্রেও অভিনয় করেছেন তিনি।
১৯৮৩ সালের ৪ মার্চ ৬২ বছর বয়সে কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয় এই গুণী অভিনেতার।
এসবি/