পুরোটাই দখলে! ফ্লাইওভারের নিচের জায়গা আসলে কার? (ভিডিও)
অখিল পোদ্দার
প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ২৬ আগস্ট ২০২২ শুক্রবার
দোকানপাট, ট্রাক স্ট্যান্ড, ঘোড়ার আস্তাবল কিংবা পাইকারি মার্কেট-সবই আছে ফ্লাইওভারের নিচে। সরকারি জায়গা ভাড়া দিয়ে চাঁদাও তোলে কিছু চক্র। আর এসব কারণেই দিনে-রাতে বাড়ে যানজটের মাত্রা।
ঢাকার সবচেয়ে বড় হানিফ ফ্লাইওভারের নিচে হবে হাঁটার পথ। থাকবে ফুল বাগান। দু’পাশ দিয়ে নিয়ম মেনে চলবে গাড়ি। আর তাতে স্বস্তিও পাবে রাজধানীর মানুষ।
কিন্তু বাস্তবে এর উল্টো চিত্র। ভাতের হোটেল থেকে শুরু করে শোবার ঘরও আছে ফ্লাইওভারের নিচে। শনির আখড়া হতে বকশিবাজার পর্যন্ত বিস্তৃত ফ্লাইওভারের নিচের অংশ পুরোটাই দখল বহুদিন।
স্থানীয় একজন বলেন, "টেন্ডার দিয়ে ফলের দোকান মাছের দোকান ভাড়া দিয়েছে, প্রতিবাদ করতে গেলে মারতে আসে।"
একজন পথচারী বলেন, "রাস্তার অর্ধেকটাই দখল করে রাখছে, হাঁটার জায়গা নাই, অথচ আমরা ট্যাক্স ঠিকই দেই।"
সরকারি জায়গা ভাড়া দিয়ে টাকা তুলছে বেশ ক’টি চক্র। একেক এলাকার নিয়ন্ত্রণ নির্দিষ্ট লোকজনের হাতে। সিটি করপোরেশন এদের না চিনলেও পুলিশ বলছে, এরাই মূলত জট সৃষ্টি করে দুর্ভোগ বাড়াচ্ছে বিভিন্ন পয়েন্টে।
পুলিশ বলছে, অনেকেই রাস্তায় পার্কিং করে, এ অবস্থায় যানবাহন র্যাকার দিয়ে অপসারণ করে মামলা দেওয়া হয়। এভাবেই সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
আরেকজন পথচারী বলেন, "ফ্লাইওভারের নিচের জায়গা কার? সিটি করপোরেশনের নাকি রোডস এন্ড হাইওয়ের এটাই স্পষ্ট না, তাই যথাযথ তদারকি নাই, যেকারণে যে যেভাবে পারছে প্রভাবশালীরা জায়গা দখল করে রাখছে।"
মুখে পরিকল্পিত নগরায়নের কথা বলা হলেও দিনের পর দিন এমন অশান্তি দূর না করায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।
এসবি/