একুশে টিভির সংবাদ পাঠক সাব্বির আহমেদ উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪৯ পিএম, ২৬ আগস্ট ২০২২ শুক্রবার | আপডেট: ১০:৫০ পিএম, ২৬ আগস্ট ২০২২ শুক্রবার
ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় একুশে টেলিভিশনের সংবাদ পাঠক সাব্বির আহমেদ সন্ধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমন হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৬ আগস্ট) দুপুর ৩টায় রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে নিউজ ব্রডকাস্টারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-(এনবিএ)।
এতে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন সংগঠন সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। প্রতিবাদ মিছিল গিয়ে শেষ হয় একুশে টেলিভিশন ভবনের নিচে।
একুশে টেলিভিশনটির প্রধান বার্তা সম্পাদক ড. অখিল পোদ্দার অবিলম্বে সন্ত্রাসী গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। এসময় প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়া বিভিন্ন চ্যানেলের সংবাদ পাঠক পাঠিকাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সম্মিলিতভাবে ইভটিজারদের রুখতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে আহ্বান জানান ড. পোদ্দার।
কেআই//