ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

এশিয়া কাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক আফিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭ এএম, ২৮ আগস্ট ২০২২ রবিবার | আপডেট: ০৮:৫৬ এএম, ২৮ আগস্ট ২০২২ রবিবার

এশিয়া কাপের ১৫তম আসর সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে। এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন সাকিব আল হাসান। তবে সহ-অধিনায়ক হিসেবে কে থাকছেন এর উত্তর ছিল অজানা। এবার জানা গেল, এশিয়া কাপে সাকিবের ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাবেন আফিফ হোসেন ধ্রুব।

এশিয়া কাপ শুরুর দিন শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সহ-অধিনায়ক হিসাবে আফিফ হোসেনের নাম প্রকাশ করেছে বিসিবি। সাকিবের ডেপুটি হিসেবে ২২ বছর বয়সী এই অলরাউন্ডার দায়িত্ব পালন করবেন। 

২০১৮ সালে অভিষেকের পর থেকেই এই ফরম্যাটে দলের হয়ে নিয়মিতই খেলে যাচ্ছেন আফিফ। এরই মধ্যে ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন। 

এশিয়া কাপের মতো বড় আসরে ২২ বছর বয়সী এই তরুণকে দায়িত্ব দিয়ে বিসিবি যেন বুঝিয়ে দিলো, তাকেই ‘ভবিষ্যতের অধিনায়ক’ ভাবা হচ্ছে।

বাংলাদেশ দল এখন দুবাইয়ে অবস্থান করছে। নিজেদের প্রথম ম্যাচে ৩০ তারিখ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১ সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে টাইগাররা। 

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব (সহ অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, পারভেজ হোসেন ইমন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।

এএইচ