ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

আদিত্য-করণরা এখন আমায় ডাকে না: অনুপম খের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮ এএম, ২৮ আগস্ট ২০২২ রবিবার

বলিউড যখন একের পর এক ফ্লপ সিনেমার ধাক্কা সামলাতে ব্যস্ত, তখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অনুপম খের একের পর এক সিনেমা সাফল্যের জোয়ারে ভাসছেন। আর এমন সময় অভিনেতা জানান, করণ জোহর, আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াদওয়ালার মতো সিনেমা নির্মাতারা এখন আর তাকে ডাকেন না। অথচ এই প্রযোজকদেরই এক সময়ের চোখের মণি ছিলেন তিনি।

প্রায় ৫০০-র বেশি সিনেমাতে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা অুপম খের। সম্প্রতি মূলধারার হিন্দি সিনেমাতে তার অনুপস্থিতি সম্পর্কে কথা বলেছেন অভিনেতা। ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘কার্তিকেয়া ২’ সিনেমাতে সাফল্যে ভাসছেন তিনি।
 
অনুপম খের, করণ জোহর এবং আদিত্য চোপড়া প্রযোজিত কুছ কুছ হোতা হ্যায়, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, বীর জারার মতো বেশ কয়েকটি হিট সিনেমাতে অভিনয় করেছেন তিনি।
 
পুরনো দিনের কথা স্মরণ করে অনুপম বলেন, “একসময় তিনি তাদের ‘প্রিয়তম’ ছিলেন, তবে অজানা কারণে সবকিছু বদলে গিয়েছে।”
 
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম বলেন, “আমি এখন আর ভারতীয় মূলধারার চলচ্চিত্রের অংশ নই। আমি করণ জোহরের কোনও সিনেমা করছি না। আমি আদিত্য চোপড়ার কোনও সিনেমা করছি না। আমি সাজিদ নাদিয়াদওয়ালারও কোনও সিনেমা করছি না। কারণ প্রস্তাব আসেনি। আমি সবার প্রিয় ছিলাম। সবার সঙ্গে কাজ করেছি। কিন্তু আমি ওদের দোষ দিই না, আমাকে আর না ডাকার জন্য।”

যদিও তাদের বিরুদ্ধে মনে কোনও রাগ বা অভিযোগ পুষে রাখেননি অনুপম। তিনি অভিনেতা হিসাবে নিজেকে আবিষ্কারের নেশায় মজে রয়েছেন।
 
তিনি আরও বলেন, “আমাকে তাদের সিনেমাতে কাস্ট না করার কারণে, আমি একটি পথ খুঁজে পেয়েছি। যেখানে আমি কানেক্ট নামে একটি তামিল সিনেমাতে কাজ করেছি। টাইগার নাগেশ্বরা রাও নামে একটি তেলুগু সিনেমাতে কাজ করেছি। আমি সুরজ বরজাতিয়ার ‘উনচাই’তে রয়েছি।’
 
অনুপম জানান, বলিউড আমাকে ডাকছে না তো কি হয়েছে। আমাকে যদি ওদের জন্য অপেক্ষা করতে হতো তাহলে তো আমাকে বলতে হয়, যারা একসময় আমার বন্ধু ছিল তারা এখন আমাকে উপেক্ষা করছে এবং সিনেমার প্রস্তাব দিচ্ছে না। তবে যাই হোক আমার সত্যিই খুব কষ্ট হয়। কারণ একটা সময় আমি ওদের সঙ্গে কাজ করেছি। আমি কিন্তু কোনও অভিযোগ জানাচ্ছি না। নিজের মনের কথাগুলো বললাম মাত্র।
 
এক সময় যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন নতুন দিগন্তের উন্মোচন হয়। আমিও সেই দিগন্তেরই পথিক। নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছি। অভিনেতা হিসাবে নিজেকে আরও একবার প্রমাণ করার সুযোগ পেয়েছি।
শীঘ্রই কঙ্গনা রানাওয়াতের ‘এমারজেন্সি’ সিনেমাতে জয়প্রকাশ নারায়নের চরিত্রে রয়েছেন অনুপম খের।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস
আরএমএ/এমএম/