খাবার দিতে দেরি, মেজাজ হারিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলা মেয়েকে হত্যা!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪০ পিএম, ২৮ আগস্ট ২০২২ রবিবার | আপডেট: ০৭:৪২ পিএম, ২৮ আগস্ট ২০২২ রবিবার
মুহূর্তের উত্তেজনায় ভয়ংকর কাণ্ড ভারতের উত্তরপ্রদেশে। ক’দিন পরে বিয়ের পিঁড়িতে বসতে চলা তরুণী খুন হলেন খোদ বাবার হাতে। পুলিশের দাবি, মেয়ে খাবার দিতে দেরি করায় রাগে তাকে খুন করেন বাবা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের হাপুর থানা এলাকার। মৃত কিশোরী রেশমার বয়স ২১ বছর। ক’দিন পরেই ছিল তার বিয়ে। অভিযুক্ত রেশমার বাবা ৫৫ বছরের মহম্মদ ফরিয়াদ। ফরিয়াদের ছয় সন্তান। এদের মধ্যে আগামী ৬ সেপ্টেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল রেশমার। কিন্তু তার আগে ঘটে গেল মর্মান্তিক ঘটনা।
পুলিশের দাবি, খাবার দেওয়া নিয়ে বাবা-মেয়ের মধ্যে বচসা হয়। মেয়ে খাবার দিতে দেরি করে। অন্যদিকে বারাবার তাড়া দিচ্ছিলেন ফরিয়াদ। রেগে গিয়ে মেয়েকে কড়া কথাও শুনিয়ে দেন তিনি। তাতে প্রতিবাদ করে রেশমা। এরপরই বাবা-মেয়ের মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়, তখনই রাগের মাথায় ধারালো ছুরি দিয়ে মেয়েকে আঘাত করেন মহম্মদ ফরিয়াদ। তাতেই রেশমার মৃত্যু হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
সূত্র: সংবাদ প্রতিদিন
এসবি/