বাগদাদে জরুরি অবস্থা, শিয়া নেতার রাজনীতি ছাড়া নিয়ে সহিংসতা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১০ এএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৯:১২ এএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার
ইরাকে সরকারি প্রাসাদে হামলা চালিয়েছে শিয়া মতাবলম্বী শীর্ষনেতা মোকতাদা আল-সদরের অনুসারীরা। রাজধানী বাগদাদজুড়ে চলছে তুমুল বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি হয়েছে জরুরি অবস্থা।
সাদর মুভমেন্টের প্রধানের পদসহ রাজনীতি থেকেই আল-সদরের সরে দাঁড়ানোর ঘোষণার পর থেকেই অস্থিতিশীল ইরাক। কার্যত কোনো সরকার না থাকায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাগদাদে কারফিউ দিয়েছে সামরিক বাহিনী। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মন্ত্রিসভার অধিবেশন স্থগিত করেছেন প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি।
নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোকতাদা আল-সদরের বহু সমর্থক। গ্রিন জোন ঘিরে রাখা হাজারো বিক্ষোভকারীকে হটাতে রাবার বুলেট ও কাঁদানেগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।
ইরাকের কুয়েত দূতাবাস তাদের নাগরিকদের দেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
সব ধরনের ফ্লাইট বাতিলসহ ইরাক-ইরান সীমান্তের স্থল যোগাযোগ বন্ধ করেছে তেহরানও।
গত বছরের অক্টোবরে জাতীয় নির্বাচনে আল-সদরের অনুসারীরা বেশিরভাগ আসনে জয় পেলেও সরকার গঠন নিয়ে শিয়া মতাবলম্বী অন্যদলের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। সংসদ সদস্যরা পদত্যাগ করায় ক্ষমতা পাননি আল-সদর। এখন নিজেই সরে যেতে চাইছেন দৃশ্যপট থেকে।
এসবি/