ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় নিবন্ধনহীন দুটি বেসরকারি হাসপাতাল সিলগালা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২০ পিএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে লাইসেন্স বিহীন বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ সময় লাইসেন্স না থাকায় শহরের দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সহায়তায় এই অভিযান চালানো হয়। 

জানা গেছে, অভিযানের সময় লাইসেন্স না থাকায় শহরের কুমারশীল মোড়ের আলিফ ডায়াগনস্টিক সেন্টার ও খৈয়াসার এলাকার লিবার্টি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাখাওয়াত হোসেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস ও মেডিক্যাল অফিসার আশরাফুর রহমান হিমেল। অভিযানকালে বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে এক সপ্তাহের জন্য সতর্ক করা হয়েছে। 

অভিযান শেষে ডাঃ শাখাওয়াত বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন না থাকায় দুটি বেসরকারি হাসপাতালকে সিলগালা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।”

আরএমএ