ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২০ ১৪৩১

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২২ পিএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৯:৩৭ পিএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার

আফগানিস্তানের বিপক্ষে অধিনায়ক সাকিবের মাইলস্টোন অর্জনের ম্যাচটি সঙ্গত কারণেই জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চাইবে টাইগাররা। সেই লক্ষ্যেই শারজায় এদিন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

তবে অধিনায়কের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভালো শুরু এনে দিতে পারলেন না দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও এনামুল হক বিজয়। ফারুকির করা প্রথম ওভারে এক বাউন্ডারিতে পাঁচ নিতে পারলেও দ্বিতীয় ওভার করতে আসা মুজিব উর রহমানের কাছে ঠিকই পরাস্ত হন নাঈম।

মাত্র দুটি রান নিতে পারা ওই ওভারের শেষ বলেই বোল্ড হয়ে ফেরেন বাঁহাতি ওপেনার। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৮ বলে ৬ রান। এরপর বিজয়ও ফেরেন সেই মুজিবের বলে লেগ বিফোর হয়ে। ১৪ বল খেলে মাত্র ৫ রানে ফেরেন এনামুল। যার ফলে দলীয় মাত্র ৭ রানে প্রথম এবং ১৩ রানেই দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর নাভিন উল হকের ওভারে দুটি বাউন্ডারিসহ ৯ রান নিয়ে পাল্টা আক্রমণের ইঙ্গিত দেন সাকিব। তবে পরের ওভারে সেই মুজিবের কাছেই উইকেট হারান তিনিও। সরাসরি বোল্ড হওয়ার আগে ৯ বলে ১১ রান করেন সাকিব। যাতে ২৪ রানের মাথায় তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ।

এরপর একদশ ওভারে দলীয় ৫৩ রানের মাথায় পঞ্চম উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বাউন্ডারি মারার অনেক চেষ্টা করেও না পেয়ে শেষ পর্যন্ত ১৫ বলে ১২ রান করে রশিদ খানের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন আফিফ হোসাইন। এর আগে রশিদের বলে লেগ বিফোর হয়ে মুশফিকুর রহিম ফেরেন ১ রানে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১২১ রান। মোসাদ্দেক হোসাইন ৪৭ রানে এবং শেখ মাহেদি হাসান ৯ রানে ক্রিজে আছেন। মাহমুদউল্লাহ রিয়াদ ২৫ রান করে আউট হন।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে আগে বোলিং করে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে মাত্র ১০৫ রানে গুড়িয়ে দেয় মোহাম্মদ নবির দল। জবাবে মাত্র ২টি উইকেট হারিয়ে ১০.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। এতেই বোঝা যায় লঙ্কান বোলারদের ওপর কেমন তাণ্ডব চালিয়েছে তাদের ব্যাটাররা।

তবে বাংলাদেশের বোলারদের বিপক্ষে আজ কেমন করেন সেটাই দেখার বিষয়।

বাংলাদেশ একাদশ:
এনামুল হক বিজয়, নাঈম শেখ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসাইন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসাইন, শেখ মাহেদী হাসান, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।

আফগানিস্তান একাদশ: 
হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, নাভিন-উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।

এনএস//