বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পেল ‘নগদ’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার
শর্তসাপেক্ষে মোবাইল আর্থিক লেনদেন প্রতিষ্ঠান নগদকে কার্যক্রম পরিচালনার জন্য এলওআই (লেটার অফ ইন্টেন্ট) লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।
মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশ ডাক বিভাগের এই সহযোগী প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে অনুমোদন দেয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেছেন, ‘কতিপয় শর্তসাপেক্ষে নগদকে এই অনুমোদন দেয়া হয়েছে।’
এ নিয়ে দেশের আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ৩৫টিতে দাঁড়াল।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪২৪তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এতে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
এসি