রামগঞ্জে বন্ধ করা হলো ৪টি অবৈধ হাসপাতাল ও ক্লিনিক
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৫৫ এএম, ৩১ আগস্ট ২০২২ বুধবার | আপডেট: ০৯:৫৭ এএম, ৩১ আগস্ট ২০২২ বুধবার
রামগঞ্জে অনুমোদনহীন অবৈধ চারটি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ এবং সেই সাথে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকালে পৌর শহরে অবস্থিত হাসপাতাল ও ক্লিনিকগুলিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে ভাইপাস সড়কের নিউ মা-মনি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ৪ হাজার টাকা, শিশুপার্ক সংলগ্ন ইসলামীয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ২ হাজার, ওয়াপদা সড়কের কেয়ার হাসপাতালের ৪ হাজার ও আধুনিক কিডনী ডায়ালাইসিস ও ক্লিনিকের ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং লাইন্সেস না থাকায় হাসপাতাল ও ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সাইফুল আমিন, ডাঃ আমির ফয়সাল, রামগঞ্জ থানা এসআই আঃ রহিমসহ পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্যাস্ট ও সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন জানান, স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে লাইন্সেস না থাকায় ৪টি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ এবং ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এএইচ