ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের জেরে সৌদি নারীকে ৪৫ বছরের জেল

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১১:৪৫ এএম, ৩১ আগস্ট ২০২২ বুধবার

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের জন্য এক নারীকে ৪৫ বছরের জেল দিয়েছে সৌদি আরবের একটি আদালত।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, সৌদির বিশেষ অপরাধ আদালতে (ক্রিমিনাল কোর্ট)  নুরাহ বিনতে সাইদ আল কাহতানিকে গত সপ্তাহে কারাদণ্ড প্রদান করা হয়েছে। তার বিরুদ্ধে সৌদির ‘সামাজিক বন্ধন’ ছিন্ন এবং ‘জনশৃঙ্খলা লঙ্ঘনের’ অভিযোগ গঠন করা হয়।

আরও জানা যায়, তাকে রাজ্যের কাউন্টার-টেরোরিজম এবং অ্যান্টি-সাইবার ক্রাইম আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছিলো।

তবে এ বিষয়ে রয়টার্স মন্তব্য জানতে চাইলে সৌদি সরকারের গণমাধ্যম দপ্তর কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থা জানিয়েছে, তারা কাহতানির সম্পর্কে খুব বেশি তথ্য কিংবা তার সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট সম্পর্কেও বেশি জানতে পারেনি। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।

কাহতানি সম্পর্কে কিছু বিবরণ পাওয়া গেছে, সেখান থেকে ধারনা করা হচ্ছে তার কোন সক্রিয় টুইটার অ্যাকাউন্ট নেই। তাকে ২০২১ সালের জুলাইয়ে গ্রেপ্তার করা হয়েছিল এবং বিশেষায়িত ফৌজদারি আদালত দ্বারা দোষী সাব্যস্ত করা হয়েছিল।

এই ঘটনার কয়েক সপ্তাহ আগে দুই সন্তানের জননী ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডসের ডক্তরেট প্রার্থী সালমা সেহাব নামে একজন নারীকে ভিন্ন মতাবলম্বীর পোস্ট শেয়ার করার কারণে ৩৫ বছরের করাদাণ্ড দেওয়া হয়।  

সূত্রঃ ডন, এনডিটিভি, রয়টার্স
আরএমএ