ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২০ ১৪৩১

বিভক্ত হলো ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ৩১ আগস্ট ২০২২ বুধবার

সেবা বাড়াতে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটকে দুই ভাগ করা হয়েছে। 

নতুন দুইটি ভাগ হলো- ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট ও ঢাকা দক্ষিণ বন্ড কমিশনারেট।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ আগস্ট দুই কমিশনারেট অধিক্ষেত্র বা এলাকা নির্ধারণ করে আদেশ জারি করেছে এনবিআর।

ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের আওতাধীন এলাকাগুলো হলো- নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর জেলা ও ঢাকার সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলা এবং ডিএমপি এলাকার আদাবর, আজমপুর, বংশাল, বিমানবন্দর, ক্যান্টনমেন্ট, চকবাজার, দারুস সালাম, ডেমরা, ধানমন্ডি, গেন্ডারিয়া, হাজারীবাগ, কদমতলী, কাফরুল, কলাবাগান, কামরাঙ্গীরচর, কালিগঞ্জ, খিলক্ষেত, কোতোয়ালি, লালবাগ, মিরপুর মডেল, মোহাম্মদপুর, মতিঝিল, নিউমার্কেট, পল্লবী, পল্টন, পান্থপথ, রমনা, সবুজবাগ, শাহআলী, শাহবাগ, শের-ই-বাংলা নগ, শ্যামপুর, সূত্রাপুর, তেজগাঁও শিল্প এলাকা, ভাটারা ও ওয়ারী থানা।

ঢাকা দক্ষিণ বন্ড কমিশনারেটের আওতাধীন এলাকাগুলো হচ্ছে— ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, গাজীপুর, জেলা এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার উত্তরা পূর্ব ও পশ্চিম থানা, উত্তরখান ও দক্ষিণখান থানা, তুরাগ থানা তেজগাঁও থানা, রামপুরা থানা, বাড্ডা থানা ও গুলশান থানা।

এএইচএস