‘জ্বালানি তেলের দাম কোথায় যাবে, আল্লাহ ছাড়া কেউ জানেন না’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:২৬ পিএম, ৩১ আগস্ট ২০২২ বুধবার | আপডেট: ০৩:৩১ পিএম, ৩১ আগস্ট ২০২২ বুধবার
আগামীতে জ্বালানি তেলের দাম কমবে কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আল্লাহ ছাড়া কেউ জানেন না জ্বালানি তেলের দাম কোথায় যাবে।
তিনি বলেন, “অন্য উৎস থেকে জ্বালানি তেল আনার সুযোগ এসেছে। রাশিয়া থেকে তেল আসা মানেই সমস্যার সমাধান, বিষয়টি এমন মনে করা উচিত না। কত দামে দেয়, সেটিও দেখার বিষয়।”
বুধবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অন্য উৎস থেকে জ্বালানি তেল আনার সুযোগ এসেছে, এ ব্যাপারে আমেরিকা আমাদের সমর্থন দেবে আশা করে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, “আমেরিকা এ ব্যাপারে অবগত আছে।”
জ্বালানি তেলের দাম বিশ্বব্যাপীই ভাবনার কারণ মন্তব্য করে তিনি বলেন, “একদিক বিবেচনা করলে দাম বাড়িয়ে রাখাই ভালো ছিল, কারণ সামনে কী হবে জানি না।”
তিনি বলেন, “রাশিয়া থেকে তেল আসা মানেই সমস্যার সমাধান, বিষয়টি এমন মনে করা উচিত না। কত দামে দেয়, সেটিও দেখার বিষয়।”
এ সময় জ্বালানি সচিব মো. মাহবুব হোসেন জানান, রাশিয়ার তেলের নমুনা পরীক্ষাধীন রয়েছে।
এসএ/