ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

হংকংয়ের বিপক্ষে দারুণ সতর্ক ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫২ পিএম, ৩১ আগস্ট ২০২২ বুধবার

রোহিত শর্মা ও নিজাকাত খান

রোহিত শর্মা ও নিজাকাত খান

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে উত্তেজনা ছড়ানো জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে ভারত। ওই জয়ে সুপার ফোরে এক পা বাড়িয়ে রেখেছে রোহিত শর্মার দল। 

যদিও কাগজে-কলমে গ্রুপের তিন দলেরই এখনও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে। তাই হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচকে একেবারেই গুরুত্বহীন ভাবছে না ভারত।

কোয়ালিফায়ারে দুর্দান্ত ক্রিকেট খেলে মূলপর্বের যোগ্যতা অর্জন করেছে হংকং। তাই তাদেরকে হালকাভাবে নিলে ফল ভুগতে হতে পারে টিম ইন্ডিয়াকে।

শেষবার এহসান খানের নিয়ন্ত্রিত বোলিং সমস্যায় ফেলেছিল টিম ইন্ডিয়াকে। এই স্পিনার আউট করেছিলেন রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির মতো তারকাদের। স্বাভাবিকভাবেই এবার এসহানকে দেখে খেলতে চাইবে ভারত। 

২০১৮ সালের এশিয়া কাপে শেষবার সাক্ষাৎ ঘটেছিল ভারত-হংকংয়ের। সেই ম্যাচে হংকংকে ২৬ রানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। 

প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রান তোলে ভারত। শিখর ধাওয়ান ১২৭ রান করেন। ৩টি উইকেট নেন কিঞ্চিত শাহ। জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৯ রান তুলে থেমে যায় হংকং। অধিনায়ক নিজাকত খান করেন ৯২ রান। ৩টি করে উইকেট নেন খলিল আহমেদ ও যুজবেন্দ্র চাহাল। ম্যাচ সেরা হন ধাওয়ান।

এদিকে, এবারের এশিয়া কাপে এ-গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে পরাজিত করেছে ভারত। এবার লিগের দ্বিতীয় ম্যাচে হংকংকে হারালেই গ্রুপ থেকে এক নম্বর দল হিসেবে সুপার ফোরের যোগ্যতা অর্জন করবে টিম ইন্ডিয়া। 

হারলেও অবশ্য রোহিতদের বিদায় নিতে হবে, এমনটা নয়। সেক্ষেত্রে পাকিস্তান বনাম হংকং ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে টিম ইন্ডিয়াকে।

এনএস//