ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

ইউক্রেনকে অচল ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৯:২০ এএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ইউক্রেনের কাছে পুরনো ও অচল ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। এমনটাই দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী।

তারা বলেছে, আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মার্কিন নির্মিত ক্ষেপণাস্ত্র 'এজিএম-৮৮ হার্ম' ধ্বংস করার পর আমরা বুঝতে পারি ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রটি ছিল পুরনো ও অকেজো।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই সেদেশে অস্ত্র সরবরাহ ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অস্ত্র রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এ পর্যন্ত রুশ বাহিনী বহু মার্কিন অস্ত্র ধ্বংসের দাবি করেছে।

মস্কো বারবারই বলছে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ফলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে। তবে ইউরোপ ও আমেরিকা তাদের মিত্র ইউক্রেনকে অস্ত্র ও অর্থ সহায়তা অব্যাহত রেখেছে। পশ্চিমা দেশগুলো থেকে বহু যোদ্ধাও পাঠানো হয়েছে বলে বিভিন্ন সূত্র খবর দিয়েছে।

এসবি/