ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮ এএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

২০০৫ সালে বিএনপি-জামাত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ৮৫ উপজেলা নির্বাচনী কর্মকর্তা চাকরি ফেরত পাবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।

এই কর্মকর্তারা ২০১০ সালে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল আদালতের রায় অনুযায়ী চাকরি ফিরে পেয়েছিলেন।

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পৃথক চারটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে।

এর প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত ২০১০ সালের ২৯ এপ্রিল আপিল ট্রাইব্যুনালের রায়ের কার্যকারিতা স্থগিত করেন। বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।

এর ধারাবাহিকতায় ২০১১ সালে সরকারপক্ষ পৃথক আপিল করে। এসব আপিলের ওপর গত ২৮ আগস্ট শুনানি শেষ হয়।
এসএ/