ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

নারায়ণগঞ্জে সংঘর্ষে নিহতের পরিচয় জানতে তদন্ত হচ্ছে: তথ্যমন্ত্রী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের সময় নিহত ব্যক্তি বিএনপি না আওয়ামী লীগ কর্মী তা তদন্ত চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি পরিকল্পিতভাবেই সারা দেশে অস্থিরতা সৃষ্টির জন্য এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।

সারা দেশে গণ্ডগোল করার পরিকল্পনা নিয়েই তারা মাঠে নেমেছে। ২০১৩-১৪-১৫ সালে তারা মানুষ পুড়িয়ে হত্যা করেছিল, পেট্রোল বোমা মেরেছিল, তার নতুন সংস্করণ শুরু করেছে বিএনপি। দেশে একটি বিশৃংখল পরিবেশ সৃষ্টি করার জন্য তারা এ ঘটনা ঘটাচ্ছে।

নারায়ণগঞ্জে সংঘর্ষে একজন নিহতের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, জেলা পুলিশের কোনো অনুমতি ছাড়াই তারা নারায়ণগঞ্জে সমাবেশ করেছে, পুলিশের ওপর হামলা পরিচালনা করেছে। তবে যে মারা গেছে, সে বিএনপি কর্মী না আওয়ামী লীগ কর্মী তদন্ত চলছে। বিএনপির পক্ষ থেকে ভেণ্ডালিজম করা হচ্ছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সংঘর্ষ চলাকালে ‘পুলিশের গুলিতে যুবদলের এক নেতা নিহত’ হয়েছেন বলে দাবি দলটির।

তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। নিহত ওই যুবকের নাম শাওন (২০) বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।

এএইচএস