ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২০ ১৪৩১

ফিশিং বোটসহ ৩১ ভারতীয় জেলে আটক

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ০৬:১০ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের সময় দুটি ফিশিং বোটসহ ৩১ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর)।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনির তকি জানান, বুধবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় কোস্টগার্ড বাহিনীর জাহাজ বিসিজি ‘এস মনসুর আলী’ সমুদ্র প্রহরা অবস্থান কালে পশ্চিম আইএমবিএল হতে ৭৭ নটিক্যাল মাইল অধুরে বাংলাদেশের জলসীমায় এফভি মঙ্গল চান্দী-২৫' এবং এফভি মঙ্গল চান্দী-৩' নামক ফিশিং বোট দুইটি জব্দ করে। 

৩১ জন ভারতীয় জেলেসহ জব্দকৃত বোট দুইটি বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা সদর দপ্তরে আনা হয়। জব্দকৃত ট্রলার এবং আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্টগার্ড।

মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, জব্দকৃত ফিশিং ট্রলার দুইটিতে বিপুল পরিমান সামুদ্রিক মাছ রয়েছে। তাই ওই মাছ গুলো নিলামে বিক্রি করে সরকারী কোষাগারে প্রাপ্ত অর্থ জমা করা হবে। এরপর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফিশিং বোট ও ভারতীয় জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হবে। 

এসি