ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ডু-অর-ডাই ম্যাচেই টস হারলেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

এশিয়া কাপে নিজেদের বাঁচা মরার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ দল। একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে সাকিবের দল। বাদ পড়েছেন দুই ওপেনারসহ অলরাউণ্ডার সাইফুদ্দিন।

দুবাইয়ে আজ (১ সেপ্টেম্বর) যারাই জিতবে, তারাই যাবে সুপার ফোরে- এমন সমীকরণের ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দাসুন শানাকা।

‘বি’ এ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে টানা দুই জয়ে সুপার ফোরের টিকিট কেটেছে আফগনাস্তিান। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটের জয়ের পর বাংলাদেশের দেয়া ১২৮ রানের টার্গেটে খেলতে নেমে তারা জিতেছিল ৭ উইকেটে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের তুলনায় বেশ অভিজ্ঞ শ্রীলঙ্কা। এখন পর্যন্ত দলটি ১৬০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। জিতেছে ৭০টিতে। অপরদিকে ১৩২ ম্যাচ খেলে বাংলাদেশের জয় ৪৫টিতে। আবার দুই দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে শ্রীলঙ্কা। দুই দলের ১২ দেখায় ৮ জয় শ্রীলঙ্কার।

অবশ্য হিসাবটা যদি হয় শেষ আট ম্যাচের, তাহলে লড়াইয়ে দুই দল সমানে সমান। ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত চারবারের দেখায় সব কটি ম্যাচ টাইগাররা হারলেও পরের সাত বছরে আট দেখায় চারবার জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ প্রথম জয়ের দেখা পেয়েছে ২০১৬ সালে ঘরের মাঠে এশিয়া কাপের প্রথম টি-টোয়েন্টি সংস্করণে। এরপর ২০১৭ সালে দ্বিপক্ষীয় সিরিজে শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাটিতে এক ম্যাচে হারিয়েছিল টাইগাররা। আর ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের চূর্ণবিচূর্ণ করে আসরের দুই দেখাতেই জয় তুলে নিয়েছিল সাকিবরা।

বাংলাদেশ একাদশ:
সাব্বির রহমান, মোসাদ্দেক হোসাইন, মেহেদী মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসাইন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, এবাদত হোসাইন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

এনএস//