ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান: দেখেনিন সুপার ফোরের পুরো সূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯ এএম, ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার

চরমভাবে হংকংকে বিধ্বস্ত করে সুপার ফোরে পাকিস্তান। মাত্র ৩৮ রানে অল-আউট করে ১৫৫ রানের জয় পেয়েছেন বাবর আজমরা। রোববার ‘সুপার ফোরে’ ভারতের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান।

এবার এশিয়া কাপে গ্রুপ ‘এ’-তে ছিল ভারত, পাকিস্তান ও হংকং। দুই দলকে হারিয়ে আগেই ‘সুপার ফোর’-এ পৌঁছে গিয়েছে ভারত। হংকংকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে এবার এশিয়া কাপের ‘সুপার ফোর’-এ পৌঁছে গেল পাকিস্তান (‘এ ২’)। সূচি অনুযায়ী, রোববার ‘সুপার ফোর’-র লড়াইয়ে ‘এ ১’ এবং ‘এ ২’ মুখোমুখি হতে চলেছে। অর্থাৎ আট দিনের ব্যবধানে আবারো ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে।

সুপার ফোরের সূচি-
৩ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান : শারজা (বি ১ বনাম বি ২)

৪ সেপ্টেম্বর : ভারত বনাম পাকিস্তান : দুবাই (এ ১ বনাম এ ২)

৬ সেপ্টেম্বর : ভারত বনাম শ্রীলঙ্কা : দুবাই (এ ১ বনাম বি ১)

৭ সেপ্টেম্বর : পাকিস্তান বনাম আফগানিস্তান : শারজা (এ ২ বনাম বি ২)

৮ সেপ্টেম্বর : ভারত বনাম আফগানিস্তান : দুবাই (এ ১ বনাম বি ২)

৯ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা বনাম পাকিস্তান : দুবাই (বি ১ বনাম এ ২)

১১ সেপ্টেম্বর : ফাইনাল : দুবাই
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসএ/