ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বার্সেলোনায় যোগ দিলেন আলনসো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৬ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার

মার্কোস আলনসো

মার্কোস আলনসো

চেলসির চুক্তি বাতিল করে ফ্রি-ট্রান্সফার সুবিধায় বার্সেলোনায় যোগ দিয়েছেন মার্কোস আলনসো। বৃহস্পতিবার ট্রান্সফার ডেডলাইনের শেষ দিনে স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াং চেলসিতে যোগ দিলে এক বছরের চুক্তিতে বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন স্প্যানিশ ফুলব্যাক। 

বার্সার এক বিবৃতিতে আলনসোর চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত আলনসোর সঙ্গে চুক্তি হয়েছে কাতালান জায়ান্টদের।

রিয়াল মাদ্রিদের একাডেমী থেকে উঠে আসা আলনসো ২০১৬ সালে ফিওরেন্তিনা থেকে ২৩ মিলিয়ন পাউন্ডে স্টামফোর্ড ব্রীজে যোগ দেবার পর ৬ বছর কাটিয়েছেন চেলসিতে। ব্লুজদের হয়ে ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার খেলেছেন ২০০টিরও বেশী ম্যাচ। 

২০১৬-১৭ মৌসুমে কোচ এন্তেনিও কন্তের অধীনে প্রিমিয়ার লিগ বিজয়ী চেলসি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। চেলসির হয়ে এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, এফএ কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন আলনসো। 

এবারের ট্রান্সফার উইন্ডোতে চেলসি ছেড়ে দুই ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসেন বার্সেলোনায় ও এন্তেনিও রুডিগার রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। 

তবে ব্রাইটন থেকে মার্ক কুকুরেলা ও লিস্টার সিটি থেকে ওয়েসলি ফোফানাকে উড়িয়ে এনেছে ব্লুজরা।

এনএস//