মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির সহজ জয়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪১ এএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রবিবার
সামনে চ্যাম্পিয়ন্স লিগের বড় লড়াই। তাই শুরুর একাদশে চারটি পরিবর্তন নিয়ে নামে পিএসজি। তবে জয় নিয়ে অবশ্য ভাবতে হয়নি তাদের। মেসি-এমবাপে জুটির নৈপুণ্যে নঁতের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ৩-০ ব্যবধানে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। মেসির অ্যাসিস্টে জোড়া গোল করেছেন এমবাপে। অন্যটি নুনো মেন্দেসের।
১৮তম মিনিটে দলকে এগিয়ে নেন এমবাপে। মেসির পাস ফাঁকায় পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে উঁচু কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।
ছয় মিনিট পর প্রতিপক্ষের মিডফিল্ডার ভিতিনিয়াকে বিপজ্জনক ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন নঁতের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফাবিও। দশজনের দল নিয়ে আর সুবিধা করতে পারেনি নঁতে।
দশজন নিয়েও তারা মাঝেমধ্যেই পাল্টা আক্রমণে উঠতে থাকে। উল্টো পিএসজিই যেন কিছুটা ঝিমিয়ে পড়ে।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ডি-বক্সে ঢুকে তিনি পাস বাড়িয়েছিলেন মেসিকে। আর্জেন্টাইন তারকা প্রতিপক্ষের বাধায় শট নেওয়ার জায়গা করতে না পেরে বক্সে ফিরতি পাস দেন এমবাপেকে। ফরাসি তারকা আলতো টোকায় বল জড়িয়ে দেন জালে।
৬২তম মিনিটে হ্যাটট্রিক হতে পারতেন এমবাপের। পাবলো সারাবিয়ার পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে শট নেন তিনি, তবে শেষ মুহূর্তে তা ঠেকিয়ে দেন নিকোলা পালোয়া। এর পরপরই এমবাপেকে তুলে নেন কোচ, মাঠে নামেন নেইমার।
বদলি নামার কিছুক্ষণ পরই গোল পেতে পারতেন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টারের শট বাধা পায় পোস্টে। তবে ফিরতি বল ফাঁকায় পেয়ে জোরাল শটে ব্যবধান আরও বাড়ান মেন্দেস।
৮৩তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মেসি। ফলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গাল্টিয়েরের শিষ্যরা।
ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে মার্শেই।
এএইচ