ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

জয় রাজনীতিতে আসবে কিনা তা তার সিদ্ধান্ত: শেখ হাসিনা

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রবিবার | আপডেট: ০৫:৩৫ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রবিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার ছেলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ সরকারের অনেক ডিজিটাল উদ্যোগের পেছনে ছিলেন, তবে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত একান্তই তার এবং দেশের জনগণের উপর ছেড়ে দেওয়াই ভালো। 

এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ছেলেকে নিয়ে কী ভাবছেন তা প্রকাশ্যে এনেছেন শেখ হাসিনা। 

শেখ হাসিনা বলেন, "দেখুন... সে এখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তাই এটা তার ব্যাপার কিন্তু সে দেশের জন্য কাজ করছে। আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, এই সব স্যাটেলাইট বা সাবমেরিন ক্যাবল বা কম্পিউটার ট্রেনিং, সবকিছুই ডিজিটাল সিস্টেম, আর এসবের পেছনেই কাজ করেছে জয়।  কিন্তু সে পার্টি বা মন্ত্রিত্বের কোনো পদ নেওয়ার কথা কখনও বলেনি।“

সাক্ষাৎকারের এক পর্যায়ে শেখ হাসিনা একটি ঘটনা স্মরণ করেন, যা তার দলের একটি অনুষ্ঠানে ঘটেছিল। সেটি হল , শ্রমিকদের দাবি উঠেছিল সজীব ওয়াজেদকে ভূমিকা নিতে হবে।

শেখ হাসিনা বলেন, "এমনকি আমাদের পার্টি কনফারেন্সেও তার জন্য ব্যাপক চাহিদা ছিল। তারপর আমি তাকে বললাম, তুমি মাইক্রোফোনে যাও এবং বলো তুমি কী করতে চাও এবং সে তা করে। সে বলেছিল, না, পার্টিতে কোনো পদ চাই না এই মুহূর্তে। বরং এখানে যারা কাজ করছেন তাদের এই পদ পাওয়া উচিত। একটি পদ কেন দখল করতে হবে? আমি আমার মায়ের সাথে আছি, দেশের জন্য কাজ করছি এবং তাকে সহযোগিতা করছি, তাই আমি এটা করব। “

সূত্র: এএনআই

এসবি/