ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

গরুর পালে লুকিয়ে আছে বাঘ! ৫ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন?

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রবিবার

গরুর পালে লুকিয়ে আছে বাঘ! ৫ সেকেন্ডে খুঁজে বের করতে পারেননি অনেকেই, আপনি পারবেন? উত্তর পেতে হিমসিম খাচ্ছেন অনেকেই। 

ঈশপের গল্পে মিথ্যেবাদী রাখাল ও বাঘের গল্প নিশ্চয়ই মনে আছে সকলের? মজা করে গরুর পালে বাঘ এসেছে রব তুলে কেমন বিপদের মুখোমুখি হয়েছিল! তবে সম্প্রতি যে অপটিকাল ইলিউশনটি ভাইরাল হয়েছে সেটি অবশ্য এমন মিথ্যের রব-এ তৈরি নয়। বরং মজার! ছবিটি বানান হয়েছে এমনভাবেই, যেখানে একপাল গরুর মধ্যে লুকিয়ে রয়েছে বাঘ। 

কিন্তু সেখানেই মজা। সেই বাঘটিকে খুঁজে পেতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। মনস্তত্ত্ব বিজ্ঞান জানায় যে আপনি প্রথমে যা দেখেন তার উপর নির্ভর করে আপনার মানসিকতা, আপনার মস্তিষ্ক কীভাবে কাজ করছে। অনেকসময়ই হয় বেশ কিছু দৃষ্টিভ্রম করা ছবি দেখে আপনার কি ভাবনা চিন্তা রয়েছে তার প্রতিফলন হয়ে উঠতে পারে। এই অপটিকাল ইলিউশন তৈরি করা ছবি আসলে আপনার মস্তিষ্ককে বিভ্রান্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। কারণ আপনি এমন কিছু দেখতে পারেন যা অন্যরা দেখেন না। অথবা আপনি প্রথমে যা দেখেন তা আপনার সম্পর্কে অনেক কিছু প্রকাশ করতে পারে।

এক ব্যক্তি একটি চিত্রে কিছু দেখতে পারে, অন্য ব্যক্তি অন্য কিছু দেখতে পারে। কিন্তু এর মধ্যে দিয়ে আপনার চরিত্রের নানা দিকও প্রকাশ পায়। এই দৃষ্টিভ্রম আপনার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কিছু প্রকাশ করতে পারে বলেই মত। 

ছবিতে দেখা যাচ্ছে, একটি রৌদ্রোজ্জ্বল দিনে মাটিতে ঘুরে বেড়াচ্ছে গরুর পাল। একটি বাঘ লুকিয়ে আছে এখানেই। সোশাল মিডিয়ায় এই ছবিটি দিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন অনেকেই। ৫ সেকেন্ডের মধ্যে গরুর পাল থেকে বাঘ খুঁজে পেতে বেগ পেতে হয়েছে অনেককেই। 

ছবিটি দেখতে এক রকম হলেও সেখানেই লুকিয়ে থাকে একাধিক জিনিস। কখনও এক মানুষের মুখের মধ্যে লুকিয়ে থাকে আরও নানা মুখ। কখনও বা এক প্রাণীর মধ্যে লুকিয়ে থাকে আরও কয়েকটি প্রাণী। কিন্তু সেগুলি খুঁজে বের করাটাই মজার।

সূত্র: এবিপি আনন্দ

এসবি/