‘মেপেজুপে ধার নিই, সময়ে মিটিয়েও দিই’: এএনআইকে হাসিনা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৩ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রবিবার | আপডেট: ০৯:২০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ভারত সফরের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এক সাক্ষাৎকারে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানতে চেয়েছিলো, শ্রীলঙ্কার মতো পরিস্থিতি কি বাংলাদেশেও হতে পারে? জবাবে প্রধানমন্ত্রী বলেন, তার দেশের অর্থনীতি অনেক বেশি শক্তসমর্থ।
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানিয়েছেন “ঋণ নেওয়ার সময় অগ্রপশ্চাৎ বিবেচনা করে পদক্ষেপ করে বাংলাদেশ। “
শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক সঙ্কট বাংলাদেশে হবে না বলেই জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে তার ভরসা, বাংলাদেশ সরকারের মেপে পা ফেলার নীতি।
হাসিনা বলেছেন, ‘‘শ্রীলঙ্কার তুলনায় আমাদের অর্থনীতি অনেক শক্তসমর্থ। কারণ বাংলাদেশ আগাম পরিকল্পনা এবং হিসেব করে কাজ করে।’
তবে একই সঙ্গে প্রধানমন্ত্রী এ কথাও স্বীকার করে নিয়েছেন যে, অতিমারি এবং রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জন্য দেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।
সোমবারই শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর চারদিনের ভারত সফর। তার আগে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা জানান, তিনি অনেককেই বলতে শুনছেন, বাংলাদেশেরও শ্রীলঙ্কার মতো অবস্থা হবে। তবে সেই আশঙ্কা উড়িয়ে দিয়েই প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘আমি নিশ্চিত করে বলতে পারি, সেই অঘটন ঘটার কোনও সুযোগ নেই। কারণ হল বাংলাদেশ সব সময় পরিকল্পনা করে কাজ করে। আমরা ঋণ নিই মেপেজুপে, অনেক হিসেব কষে।’
প্রধানমন্ত্রী বেশ জোর দিয়েই বুঝিয়ে দিয়েছেন, শ্রীলঙ্কার ভুল বাংলাদেশ করেনি এবং করবেও না। তার কারণ বাংলাদেশ সামর্থ্য বুঝে ঋণ নেয় আর সেই ঋণের অর্থ সময়ে মিটিয়েও দেয়। যে কারণে বাংলাদেশের ঋণের হার শ্রীলঙ্কার তুলনায় বেশ কম। তবে একই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যে একা শ্রীলঙ্কাকেই যেতে হচ্ছে, তা নয়। গোটা পৃথিবীই এখন অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে চলেছে।
বাংলাদেশও অন্যান্য দেশের মতো সেই কঠিন সময় সামলাচ্ছে। বিশেষ করে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে, কেন না ওই দেশগুলি থেকে বাংলাদেশ বিভিন্ন পণ্য আমদানি করত।
এসবি/