ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কেরানীগঞ্জে চুলা বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪ এএম, ৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার

রাজধানীর কেরানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে লাগা আগুনে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়াল।

সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) মারা যান ইদুনি বেগম পান্না নামে ৫০ বছর বয়সী ওই নারী। 

শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “কেরানীগঞ্জ থেকে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ছয়জন বার্ন ইনস্টিটিউটে এসেছিল। তাদের মধ্যে সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে আইসিইউতে ইদুনি বেগম পান্না (৫০) মারা যান। তার শরীরে ৫০ শতাংশ দগ্ধ ছিল। বর্তমানে আরো ২ জন চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের মধ্যে ইয়াছিন (১২) নামে এক শিশুর শরীরে ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। সোনিয়া বেগম (২৬ ) নামে অপরজনের দগ্ধ হয়েছে ৩০ শতাংশ।”

মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট ভোর সাড়ে পাঁচটার দিকে কেরানীগঞ্জ মডেল মান্দাইল জাওলা পাড়া এলাকার একটি ভবনের নিচ তলায় বিস্ফোরণে আগুন লাগে। 
এসএ/