পর্যটন খাতে সবচেয়ে বেশি ভূমিকা প্রাইভেট সেক্টরের: মাহবুব আলী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার | আপডেট: ০২:৫৬ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার
বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, পর্যটন খাতকে সরকার একা সমৃদ্ধ করতে পারে না। বিশ্বের সব দেশে কোন সরকারই একা এই খাতকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। এখানে প্রাইভেট সেক্টর সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।
সোমবার দুপুরে বাংলাদেশ পর্যটন কপোরেশনের গাজীপুরের সালনা পর্যটন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
পর্যটন খাতে আরও প্রাইভেট কোম্পানি ইনভেস্টমেন্ট করবে এমনটি প্রত্যাশা করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
এসময় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানসহ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কর্মকর্তারা।
এর আগে প্রতিমন্ত্রী বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ৯ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই পর্যটন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট ঘুরে দেখেন।
এএইচ