ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

আকস্মিক বিদ্যুৎ বিপর্যয়ে রাজশাহীর তিন জেলা

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

রাজশাহীতে আকস্মিকভাবে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ এই তিন জেলার কোথাও নেসকোর আওতাধীন এলাকায় ৪০ মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে এরপর কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত ব্লাকআউট ছিল এই তিন জেলা। 

নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, নেসকো বিদ্যুৎ সরবরাহ পেয়ে থাকে পাওয়ার গ্রিড অব কোম্পানি লিমিটেড (পিজিসিএল) থেকে। তাদের গ্রিডে সমস্যা হয়েছে। তবে কি সমস্যা তারাই বলতে পারেনি। 

তিনি বলেন, ৪০ মিনিট বন্ধ থাকার পর ১০টার দিকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রথমে চাহিদার মাত্র ১০ ভাগ বিদ্যুৎ পাওয়া যায়, পরে তা বাড়তে থাকে। 

গ্রীড এখনও সাভাবিক করতে পারেনি উল্লেখ্য করে নেসকোর প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, রাজশাহী বিভাগে আমাদের চাহিদা ছিল ৩৪৮ মেগাওয়াট। দুপুর দুইটার দিকে আমরা পেয়েছি ২৭৪ মেগাওয়াট। এ করণে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

এএইচ