নেইমারের পাসে এমবাপের গোল, জুভেন্টাসকে হারাল পিএসজি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৯ এএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার | আপডেট: ০৯:২১ এএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার
চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা খরা ঘোচানোর লক্ষ্যে দুর্দান্ত শুরু ফরাসি জায়ান্ট পিএসজির। কিলিয়ান এমবাপের জোড়া গোলে জুভেন্টাসকে হারিয়ে ক্রিস্তোফ গালতিয়েরের দল।
মঙ্গলবার রাতে পার্ক দে প্রিন্সে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে পিএসজি। এমবাপের জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে জুভেন্টাসের ব্যবধান কমানো গোলটি করেন ওয়েস্টন ম্যাককেনি।
ম্যাচের শুরু থেকে অতিথিদের ওপর ছড়ি ঘোরায় পিএসজি। ম্যাচের বয়স যখন মোটে ৫ মিনিট, তখনই পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল। নেইমারকে ছোট করে পাস দিয়ে চোখের পলকে ডি-বক্সে ঢুকে পড়েন এমবাপে। সামনে প্রতিপক্ষের দুই জনের ওপর দিয়ে দারুণভাবে চিপ করে ডি-বক্সে ফিরতি পাস বাড়ান নেইমার। আর প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপে।
মাঠে দুজনের অসাধারণ বোঝাপড়া এবং একজনের গোলে অন্যজনের উচ্ছ্বাসে সেটাই প্রমাণ হয় যে নেইমার ও এমবাপের সম্পর্কে ফাটলের গুঞ্জনটি কেবলই গুজব।
এই নিয়ে পঞ্চমবার ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে গোল করলেন এমবাপে। এমন কীর্তি তার সমান বা বেশিবার দেখাতে পেরেছেন কেবল লিওনেল মেসি, ৬ বার।
ঘড়ির কাটা আধঘণ্টা পেরোনোর আগেই ফের জুভেন্টাস বক্সে পিএসজির হানা। মরোক্কান ফুলব্যাক আশরাফ হাকিমির সঙ্গে ওয়ান-টু খেলে লো শটে আবারও ইতালিয়ান জায়ান্টদের জাল কাঁপান এমবাপে।
প্রথমার্ধের বাকি সময়ও জুভেন্টাসকে ভালোই ভুগিয়েছে পিএসজি। ৬০ শতাংশের বেশি বলের দখল নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পিএসজির হাতেই।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই হোঁচট খায় স্বাগতিক পিএসজি। জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির এক বদলিতে বদলে যায় ম্যাচের দৃশ্যপট। মিডফিল্ডার ফাবিও মিরেত্তিকে উঠিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনিকে মাঠে নামান অ্যালেগ্রি।
এই বদলির ফল হাতেনাতে পেয়ে যায় পিএসজি। মাঠে নামার মিনিট আটেকের মধ্যেই ইতালিয়ান ক্লাবটিকে ‘লাইফলাইন’ এনে দেন ম্যাককেনি। ম্যাচের ৫৩ মিনিটে ডানপ্রান্ত থেকে ক্লাবের নতুন সার্বিয়ান ফুলব্যাক ফিলিপ কস্তিচের নিখুঁত এক ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান কমান ম্যাককেনি।
পরের চার মিনিটে দারুণ দুটি সুযোগ পায় তারা। ৫৫তম মিনিটে ভ্লাহোভিচের জোরাল হেড ঝাঁপিয়ে কোনোমতে ফেরান দোন্নারুম্মা, ফিরতি বলে লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে হতাশ করেন ম্যাককেনি।
৮১ মিনিটে আবারও পিএসজির ত্রাতা হয়ে আসেন গোলরক্ষক দোন্নারুমা। ক্লোজ রেঞ্জ থেকে করা ম্যানুয়েল লোকাতেলির দুটি শট ঠেকিয়ে দিয়ে ফরাসি ক্লাবটির লিড সমুন্নত রাখেন ইতালিয়ান গোলরক্ষক।
এর পরপরই দুই মিনিটে দুটি শট নেন নেইমার ও এমবাপে। তবে জুভেন্টাসের গোলরক্ষকের নৈপুণ্যে ব্যবধান আর বাড়েনি।
এদিকে জুভেন্টাসের বিপক্ষে নিজের ছায়া হয়েই ছিলেন লিওনেল মেসি। নেইমার-এমবাপের জাদুতে পিএসজির জয় নিশ্চিত হলেও এদিন নিজের সেরাটা হাতড়ে বেড়িয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
৮৪ মিনিটে পিএসজি কোচ গালতিয়েরের তাকে উঠিয়ে বদলি হিসেবে এই মৌসুমে ভ্যালেন্সিয়া থেকে পিএসজিতে আসা কার্লোস সোলেরকে মাঠে নামানোর সিদ্ধান্তও সেটারই সাক্ষ্য দেয়।
আসরের প্রথম ‘হাইভোল্টেজ’ ম্যাচ থেকে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ মিশনে সেরা শুরুটাই পেয়েছে পিএসজি।
এএইচ