ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বাংলাদেশে গাড়ির কারখানা বানাতে চায় অশোক লেল্যান্ড

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার | আপডেট: ০১:৫৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার

বাণিজ্যমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি বা হাইব্রিড অটোমোবাইলে বিনিয়োগ করতে চেয়েছে ভারতীয় মোটর জায়ান্ট অশোক লেল্যান্ডের মতো বড় ভারতীয় প্রতিষ্ঠান।’

ভারতের মোটর জায়ান্ট অশোক লেল্যান্ডের মতো প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি নির্মাণ কারখানা গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

প্রতিবেশী দেশটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের রাষ্ট্রীয় সফরের তৃতীয় দিন বুধবার তিনি এ কথা জানান।

এর আগে সকালে নয়াদিল্লির হোটেল আইটিসি মৌরিয়াতে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেন বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি বা হাইব্রিড অটোমোবাইলে বিনিয়োগ করতে চেয়েছে ভারতীয় মোটর জায়ান্ট অশোক লেল্যান্ডের মতো বড় ভারতীয় প্রতিষ্ঠান।’

তিনি জানান, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

সেপা চুক্তি নিয়ে মন্ত্রী বলেন, ‘কম্প্রিহেনসিভ ইকনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সেপা অবশ্যই হবে ভারতের সঙ্গে, তবে কিছুটা সময় লাগবে৷ যত তাড়াতাড়ি সম্ভব এটি করতে চায় বাংলাদেশ।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে পদ্মা সেতু দেখতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। কারণ, এটা শুধু বাংলাদেশ নয়; এই অঞ্চলের সব দেশই কম-বেশি উপকৃত হবে।’

এসবি/