ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

আবারও অশান্ত মিয়ানমারের রাখাইন সীমান্ত, ঘুমধুমে আতঙ্ক

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তের ওপারে আবারও গোলাগুলি শুরু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ইউনিয়নের তুমব্রু সীমান্তে গুলির শব্দ শোনা যাচ্ছে। টানা দুই দিন গোলাগুলির শব্দে সীমান্তের বাসিন্দাদের মাঝে আতঙ্ক বাড়ছে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে এলাকায় মিয়ানমার অংশে থেমে থেমে ভারী গোলাগুলির শব্দ পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ৮ টা থেকে তুমব্রু সীমান্তে ভারী গুলির শব্দে স্থানীয়দের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি জানান, তুমব্রু সীমান্তে রাখাইনে সকাল থেকে গোলাগুলি খবর স্থানীয় লোকজনের কাছ থেকে জেনেছি। এ বিষয়ে আমাদের সীমান্ত বাহিনী কাজ করছে। সীমান্ত বসবাসকারীদের আতঙ্কিত না হতে বলা হচ্ছে।

এর আগে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে দুটি মর্টার শেল ও গোলা বাংলাদেশে এসে পড়ে। গত এক সপ্তাহের মধ্যে এমন দুটি ঘটনা ঘটল। উভয় ঘটনায় ঢাকাস্থ মিয়ানমার রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো‘কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় এবং এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় সরকারের পক্ষ থেকে।

সীমান্তে বসবাসকারী মানুষদের ভাষ্য, বুধবার সকাল আটটার দিকে তুমব্রু সীমান্তে থেমে থেমে ভারী গুলিবর্ষণের বিকট শব্দ শুনতে পেয়েছেন তারা। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সীমান্তে বসবাসকারী মানুষ।

এ বিষয়ে বান্দরবান পুলিশ জানায়, সীমান্তে আজকেও আবার গোলাগুলির খবর পাওয়া গেছে। এ বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে। পাশাপাশি সীমান্তে বসবাসকারীদের সর্তক থাকতে বলা হচ্ছে।

এদিকে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও অনানুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেছে। প্রায় ২৫ দিনের বেশি ধরে থেমে থেমে সীমান্তে এ ধরনের পরিস্থিতি চলছে।

এসবি/