ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ১৯ ১৪৩১

মাটি খুঁড়ে যুবকের মরদেহ উদ্ধার, বাবা-ভাই গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০২:৩৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের লালপুর গ্রামের নিজ বাড়ির মাটি খুঁড়ে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই যুবকের বাবা-ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৮টায় বেগমগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

এর আগে খবর পেয়ে বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ির পুকুর পাড়ে মাটি খুঁড়ে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

জানা যায়, মাদক সেবন করে প্রায় পরিবারের সদস্যদের নির্যাতন করতো নূর হোসেন শাকিল (২৪)। মা, বাবা-ভাই কেউ তার হাত থেকে রেহাই পেতো না। নেশার টাকার জন্য যা খুশি তা করে বেড়াতো শাকিল। পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকায়ও বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত ছিল সে।

এসব কারণে প্রতিনিয়ত পরিবারে কলহ লেগে থাকতো। এক পর্যায়ে পরিবারের সকল সদস্য একত্রিত হয়ে হত্যা করে নূর হোসেন শাকিলকে। গত রোববার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে তার মৃতদেহ নিজ বাড়ির পুকুর পাড়ে মাটিতে ফুঁতে রাখেন তারা। 

এসপি মো. শহীদুল ইসলাম বলেন, দুইজন গণমাধ্যমকর্মীর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। এ ঘটনায় তাৎক্ষণিক নিহত যুবকের বাবা বশির হোসেন বাবুল, ভাই এমদাদ হোসেন ও মা ফাতেমা বেগমকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদ শেষে মা ফাতেমা বেগমকে ছেড়ে দিলেও বাবা-ভাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এএইচ