ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

আন্তর্জাতিক গবেষণা সফরে কুবির ৪ শিক্ষার্থী

কুবি প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির উদ্যোগে ‘৩য় আন্তর্জাতিক গবেষণা সফর-২০২২’ এ অংশ নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী। তারা ৮ থেকে ১৮ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেমিনার ও আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে অংশ নিবেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সম্মেলনে অংশ নিতে দেশ ছাড়বেন কুবি ইংরেজি বিভাগের আনিসুর রহমান ও সাবিরা সুলতানা জলি, নৃবিজ্ঞান বিভাগের জান্নাতুল মাওয়া মীম এবং আইন বিভাগের মাইশা রহমান রোদিতা। এই চার শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (কুবিগস) এর আহ্বায়ক কমিটির সদস্য।

জানা যায়, “দ্য কন্ট্রিবিউশন অব দ্য টুরিজম ইন্ডাস্ট্রি টু শ্রীলঙ্কা’স ইকোনমিক ক্রাইসিস” শীর্ষক গবেষণাপত্র উপস্থাপনা করার জন্য এই নবীন গবেষকরা বেঙ্গল ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ (বিআইপিএস)’র ৫ম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবে।”

পাশাপাশি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটি এবং হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনে শিক্ষা বিনিময় কর্মসূচি করবে। এছাড়াও ৮ দিনের সফরে ভারতের ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণের সুযোগ পাবে তারা।

বেঙ্গল ইন্সটিটিউট অব পলিটিকাল স্টাডিজ ভারতের যুগ্ম সম্পাদক ডা. দেবাশীষ নন্দীর পাঠানো ইমেইলে এই তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়াও এ সম্মেলনে অংশ নিবেন ঢাকা বিবিশ্ববিদ্যালয়, বিইউপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের তরুণ গবেষক ও শিক্ষকবৃন্দ।

এ প্রসঙ্গে কুবি গবেষণা সংসদের আহবায়ক আনিসুর রহমান বলেন, “গবেষণা সংসদের মাধ্যমে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা বান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই৷ আর এ লক্ষ্যে কুবি গবেষণা সংসদের চারজন যাচ্ছি ভারতে।”

এবিষয়ে কুবি গবেষণা সংসদের মডারেটর ড. জান্নাতুল ফেরদৌস জানান, আন্তজার্তিক সম্মেলনে কুবি গবেষণা সংসদের সদস্যরা অংশ নিতে যাচ্ছে, যা বেশ আনন্দের। এর মধ্যে দিয়ে শিক্ষার্থীরা নিজেদের দক্ষ করে গড়ে তুলবে এবং বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে তুলে ধরবে বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য, “ডেমোক্রেসি এন্ড পপিউলিস্ট ডিসকোর্স ইন টুয়েন্টি ফাস্ট সেঞ্চুরি” থিমের এই কনফারেন্সটি আগামী ১০ সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, এ গবেষণা সফরের মূল লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নেটওয়ার্কিং, সমন্বয়, যোগাযোগ স্থাপনের মাধ্যমে গবেষক ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে তরুণ গবেষকদের সুসম্পর্ক স্থাপন করা।

আরএমএ/এএইচ