মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৫ আমেরিকান বন্ধুদের সম্মাননার উদ্যোগ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
বাংলাদেশ ও আমেরিকার সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে অনুষ্ঠিতব্য বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ারে শুরুর দিন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য আমেরিকান বন্ধুদের সম্মাননা জানাতে চলেছে আয়োজকরা।
এ পর্যন্ত ৫ জন মার্কিন বন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সাহায্যের লক্ষ্যে গঠিত ‘সেন্টার ফর বাংলাদেশ’ এর কো ফাউন্ডার এবং মুক্তিযুদ্ধের পূর্বে বাংলাদেশের কলেরা হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ ডেভিড নেলিন, মুক্তিযুদ্ধের কালজয়ী মুক্তির গান-এর নির্মাতা লিয়ার লেভিন, মুক্তিযুদ্ধের সময় ওয়াশিংটনে স্থাপিত বাংলাদেশের সেন্টারের অন্যতম উদ্যোক্তা ডেভিড ওয়েজবোর্ড, মুক্তির গান এর অন্যতম পরিচালক ক্যাথরিন মাসুদ ও কনসাট ফর বাংলাদেশ এর অন্যতম শিল্পী প্রয়াত ওস্তাদ আলী আকবর খান, তাঁর পক্ষে পুত্র আশীষ খান উপস্থিত থাকবেন বলে অনুষ্ঠানের আহ্বায়ক ডাঃ জিয়াউদ্দীন আহমেদ সূত্রে জানা যায়।
সূত্রটি আরো জানান, ২৩ সেপ্টেম্বর বিকেল ৬টায় টাইমস স্কয়ারের প্রখ্যাত ভেন্যু ম্যারিয়ট মার্কুইজ হোটেলের ৭ম তলায় এস্টোর বলরুমে অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত ও এক্সপোট প্রমোশন ব্যুরো কর্তৃক নিবন্ধিত এবং গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স ও বাংলাদেশের ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন এফবিসিসিআই-এর সহযোগিতায় অনুষ্ঠানটি মুক্তধারা নিউ ইয়র্ক ও ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংকস আয়োজন করছে।
৩ দিনব্যাপী এই ট্রেড ফেয়ারে থাকছে নিউ ইয়র্কের মূলধারার সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স। ‘বাংলাদেশী ইমিগ্রান্ট ডে এন্ড ট্রেড ফেয়ার’ এর উদ্বোধনী দিনের ট্রেড ফেয়ার এর অনুষ্ঠান ছাড়াও শতাধিক শীর্ষস্থানীয় শিল্পপতি, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের দ্বিপাক্ষিক আলোচনা, সেমিনার ও ৩ দিনব্যাপী প্রদর্শনী চলবে।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্টি (এফবিসিসিআই), বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যাার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর বিভিন্ন সদস্যদের স্টল ছাড়াও বাংলাদেশের প্রখ্যাত প্রতিষ্ঠান প্রাণ আরএফএল, ওয়াল্টনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে আয়োজকরা জানিয়েছেন।
বাণিজ্য মেলা ছাড়াও বাংলাদেশের প্রখ্যাত শিল্পী রথীন্দ্রনাথ রায়, নবনীতা চৌধুরী, দিনাত জাহান মুন্নী ও পশ্চিমবঙ্গ থেকে ইমন চক্রবর্তী ও পৌষালী ব্যানার্জীর কনসার্টসহ থাকছে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।
উল্লেখ্য, বাংলাদেশের প্রখ্যাত ব্যাংক আইএফআইসি ব্যাংক টাইটেল স্পন্সর হিসেবে এই আয়োজনের সাথে যুক্ত হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছে, এখন থেকে এই অনুষ্ঠানের নামকরণ হলো আইএফআইসি ব্যাংক বাংলাদেশী ইমিগ্রান্ট ডে ও বাণিজ্য মেলা।
এসি