খালেদার মুক্তির মেয়াদ বাড়াতে আবেদনের প্রস্তুতি চলছে: সেলিমা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৩২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার
দুর্নীতির মামলায় দণ্ড স্থগিত করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম।
শনিবার তিনি গণমাধ্যমকে বলেন, “বেগম জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে আমরা পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রস্তুতি নিচ্ছি। তিনি অত্যন্ত অসুস্থ, বিদেশে নিয়ে চিকিৎসা দেয়া জরুরি।”
সেলিমা ইসলামের এই বক্তব্যের কিছুক্ষণ আগেই সকালে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে।
“আগামী ২৪ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার শর্তসাপেক্ষ মুক্তির মেয়াদ শেষ হবে। পরিবারের পক্ষ থেকে মুক্তির মেয়াদের আবেদন পেলেই সরকার তা আবারও বাড়াবে,” বলেন আইনমন্ত্রী।
খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সাল থেকে কারাগারে ছিলেন। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার।
এরপর থেকে গুলশানে নিজের বাড়িতে থাকছেন বিএনপি চেয়ারপারসন।
এএইচএস