মুন্সিগঞ্জে অপহৃত কিশোরীকে উদ্ধার করল র্যাব
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার
মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা হতে অপহৃত ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল ঢাকার সাভার থানাধীন কান্দিভাকুর্তা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী মোঃ মেহেদী হাসান (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে।
জানা যায়, গত ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আনুমানিক দুপুর দেড়টার দিকে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকার একটি স্কুলে ৮ম শ্রেণীতে পড়ুয়া (১৪) বছর বয়সী এক কিশোরী প্রাইভেট পড়ার জন্য শ্রীনগর থানাধীন বাগানবাড়ী এলাকায় পৌছালে মোঃ মেহেদী হাসান (২২) নামক এক ব্যক্তি ও অজ্ঞাতনামা আরো ২ জন মিলে তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের পরিবার অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে শ্রীনগর থানায় একটি সাধারাণ ডায়েরী করেন।
ঘটনাটি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল অপহৃত ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গত ০৯ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করতে কক্ষম হয়।
ভিকটিম ও আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
এমএম/