স্কটল্যান্ড থেকে রানির কফিন নেয়া হচ্ছে ইডেনবার্গ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রবিবার | আপডেট: ০৪:৫৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ছবি: রয়টার্স
স্কটল্যান্ডের শহর ও গ্রামের মধ্যদিয়ে রোববার রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন নিয়ে ইডেনবার্গের উদ্দেশ্যে শেষযাত্রা শুরু হচ্ছে। পরে সেখান থেকে লন্ডনে নিয়ে যাওয়া হবে।
রানির প্রিয় স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদ। এই প্রাসাদেই তিনি মারা গেছেন। আর এখান থেকেই তার শেষযাত্রা শুরু হচ্ছে।
শববাহী গাড়িতে রানির কফিন দেখতে শোকার্ত জনতা লাইন ধরে রাস্তায় দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় সকাল ১০টায় কফিনটি নিয়ে বালমোরাল প্রাসাদ থেকে ইডেনবার্গের হলিরুড হাউসের প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়া হবে। এটি স্কটল্যান্ডে বৃটিশ রাজার সরকারি বাসভবন। এ পথে কফিনটি নিয়ে পাড়ি দেয়া হবে অ্যবারডিন, ডান্ডি এবং পার্থ। এ প্রাসাদে সোমবার বিকেল পর্যন্ত কফিনটি রাখা হবে।
পরে রাজা এবং রাজপরিবারের সদস্যরা কফিনের সাথে সেন্ট জাইলস ক্যাথিড্রালে যাবেন। এখানে একটি আনুষ্ঠানিকতার পরে রানির কফিন মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘন্টা ক্যাথিড্রালে রাখা হবে, যাতে জনগণ তাকে দেখতে পারেন। এরপর কফিনটি এডিনবার্গ থেকে লন্ডন নিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর লন্ডনে রানির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।- বাসস
এসি