ভারতের কাছে হেরেই গেল মিরাজুল-ফয়সালরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার | আপডেট: ০৭:০৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ভারতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে স্বাগতিকদের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। এবার সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে একই প্রতিপক্ষের বিপক্ষে ‘প্রতিশোধের’ প্রতিশ্রুতি দিয়ে রাখলেও সফল হতে পারেনি পল স্মলির দল।
সোমবার বিকেলে কলোম্বোতে দুই গোলে পিছিয়ে থেকে এক গোল শোধ দিলেও শেষ রক্ষা হয়নি। শেষপর্যন্ত ২-১ গোলে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে মিরাজুল-ফয়সালদের।
রেসকোর্স আন্তর্জাতিক মাঠে শুরুতে বাংলাদেশ চাপ দিয়ে খেলতে থাকে। ডান দিক দিয়ে ক্রস করে ভয় ধরানোর চেষ্টা ছিল। তাতেও কাজ হয়নি। ভারত একটু গুছিয়ে নিয়ে বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রেখেছে। তবে গোলের মুখ খুলতে পারেনি। তাইতো প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতেই।
বিরতির পর একাই ম্যাচের চিত্র বদলে দেন নম্বর নাইন থাংলালালসুন গাংতে। তার জোড়া লক্ষ্যভেদে এগিয়ে যায় ভারত। ৫১ মিনিটে বিল্ডআপ ফুটবল থেকে প্রথম গোল আসে। থাংলালালসুন বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে বাংলাদেশের জাল কাঁপান।
৮ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে ভারত। ডান প্রান্তের ক্রসে সেই থাংলালালসুনই অফসাইড ট্র্যাপ ভেদ করে ফাঁকায় বল প্লেসিং করে দেন। বাংলাদেশের খেলোয়াড়রা আপত্তি জানালেও তা কাজে আসেনি।
দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করে বাংলাদেশ। দুই মিনিট পর সফলও হয়।
৬১ মিনিটে মিরাজুল ইসলামকে ফেলে দেন ভারতের এক ডিফেন্ডার। মিরাজুল নিজেই পেনাল্টি নিতে এসে গোলকিপারকে বোকা বানিয়ে বিপরীত দিক দিয়ে ব্যবধান কমিয়েছেন। বাংলাদেশের লড়াইের ফলটা ছিল ওই পর্যন্তই।
কারণ, ৭৬তম মিনিটে ভারতের গোলকিপার বেরিয়ে আসলে মিরাজুল বাই লাইন থেকে শট নিলেও লক্ষ্যে পাঠানোর মতো কেউ ছিল না।
তাতে আবারও স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।
এনএস//