আরও দুইদিন বৃষ্টি, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:২৭ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
দেশের সব বিভাগেই চলছে কম-বেশি বৃষ্টি। এই বৃষ্টি আরও দুই থেকে তিন দিন থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আবহাওয়া ভালো না থাকায় সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে দুদিন বাদে বৃষ্টির প্রবণতা কমে আসবে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগে বৃষ্টি হয়েছে। এ সময় পটুয়াখালী জেলার খেপুপাড়ায় সর্বোচ্চ ১৪৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় এ সময় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এসবি/