‘হোয়াইট রুম টর্চার’: বিশ্বের কঠিনতম শাস্তির জেল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার
পবিত্রতার প্রতীক হিসেবে সাধারণত সাদা রং ব্যবহার করা হয়। তবে একটি ঘরে বিছানার চাদর থেকে চার দেয়ালের রং সবকিছুই যদি সাদা হয়, তা হলে? শুনতে ভালো লাগলেও এ বড় কঠিন ঠাঁই। এমন ঘরেই রাখা হয় ইরানের বন্দিদের।
শুধু তাই নয়, ঘরে যে আসবাবপত্র রাখা হয়, তার রংও হয় সাদা। ঘরের মধ্যে একটিও জানালা থাকে না। কোনো সাধারণ আলো নয়, ঘরের মধ্যে ব্যবহার করা হয় নিয়ন আলো। আলোগুলো ঘরে এমন ভাবে লাগানো থাকে যে ঘরের কোথাও বন্দিদের ছায়া পর্যন্ত পড়ে না।
সমীক্ষায় দেখা যায়, মানসিক ও শারীরিক ভাবে সুস্থ কোনো মানুষকে এ ধরনের কোনো ঘরে টানা ২৪ ঘণ্টা রাখা হলে তার মানসিক অবস্থার পরিবর্তন দেখা দেয়। যদি কাউকে এ ঘরের ভেতর টানা তিনদিন রাখা হয়, তা হলে নানা শারীরিক সমস্যার সঙ্গে দেখা দেয় মানসিক সমস্যাও।
শোনা যায়, ইরানের গোয়েন্দা বিভাগ বন্দিদের এভাবেই রাখে। রাজনীতির সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি অথবা সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত কারও কাছ থেকে গোপন তথ্য জানতে হলে গোয়েন্দা বিভাগ এ পদ্ধতির শরণাপন্ন হয়। ইরানের গোয়েন্দারা মনে করেন, শারীরিক অত্যাচারের বদলে যদি মানসিক অত্যাচার করা হয় তা হলে তা অনেক বেশি কার্যকর হয়।
বন্দিরা যেন সাদা ছাড়া অন্য কোনো রং চোখের সামনে দেখতে না পান, তার জন্য সাদা খাবার দেওয়া হয় সাদা পাত্রে। খাবারের ক্ষেত্রেও কোনোরকম বৈচিত্র্য নেই। বেশিরভাগ সময় সাদা ভাত দেওয়া হয়। অন্যান্য সময়ও এমন খাবার বাছা হয়, যার রং সাদা। শৌচালয়েও সাদা কাপড় পেতে রাখার নিয়ম রয়েছে। বন্দিদের সবসময় সাদা রঙের জামাকাপড় পরতে হয়।
কানে যেন কোনো আওয়াজ না আসে তার জন্য শব্দনিরোধক দেয়াল দিয়ে ঘরগুলো বানানো। হাঁটাচলার সময় পায়ের শব্দ এড়ানোর জন্য বন্দিসহ জেলের সবাই মোটা শোলের জুতা পরেন। বন্দিরা যেন স্পর্শের অনুভূতিটুকুও না পান, তার জন্য ঘরে থাকা প্রতিটি জিনিসের তলগুলো মসৃণ করে বানানো হয়। এ সম্পূর্ণ প্রক্রিয়ার নাম ‘হোয়াইট রুম টর্চার’।
ইরানের এক সাংবাদিক ইব্রাহিম নাবাভি এই জেলে বন্দি ছিলেন। এক সাক্ষাৎকারে ‘হোয়াইট রুম টর্চার’-এর অভিজ্ঞতা জানতে চাওয়া হলে তিনি জানান, সেই ঘরে থাকা তার জীবনের এক ভয়ংকরতম অধ্যায়। জানান, ঐ ঘরে টানা কিছু দিন থেকে মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। ছাড়া পাওয়ার বহুদিন পরও তার ঘুমের অসুবিধা হয়। নিয়মিত ঘুমের ওষুধ না খেলে ঘুম হয় না। একাকিত্ব গিলতে আসে বলে জানান ইব্রাহিম।
আরো এক বন্দি জানান, কয়েক মাস ‘হোয়াইট রুম’-এ থাকার পর তিনি মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। চোখের সামনে ভুল জিনিস দেখা, ঘুমের সমস্যায় ভোগেন বন্দিদের সবাই। এমন পরিস্থিতিও দাঁড়ায়, যখন বন্দিরা নিজের পরিচয়ই ভুলে যান। আপনজনকেও চিনতে পারেন না। সেই সময় বন্দিদের মিথ্যা কথা বললেও তারা তা বিশ্বাস করে ফেলেন। মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার পর বন্দিদের কাছ থেকে সব গোপন তথ্য বার করেন আধিকারিকেরা। শোনা যায়, ভেনেজুয়েলা এবং আমেরিকার কিছু অংশেও বন্দিদের এভাবে অত্যাচার করার পদ্ধতি চলে আসছে।