আট মাসেই মুখ থুবড়ে পড়েছে ঢাকা নগর পরিবহন (ভিডিও)
মাহমুদ হাসান
প্রকাশিত : ০১:২৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার | আপডেট: ০১:২৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার
ঢাকা নগর পরিবহন বাসসেবা চালুর আট মাসেই মুখ থুবড়ে পড়েছে। এই পরিবহনের অধীনে চলা বাসের সংখ্যা ৫০ থেকে কমে ৩০এ নেমেছে। এতে যাত্রীসেবার বদলে বেড়েছে দুর্ভোগ। তবে এখনো আশাবাদী সিটি করপোরেশন। বলছে, শিগগিরই আরো তিনটি রুটে চলাচল করবে ঢাকা নগর পরিবহনের বাস।
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে গত বছর ২৬ ডিসেম্বর ‘ঢাকা নগর পরিবহন নামে বাস চালু করেছিল বাস রুট রেশনালাইজেশন কমিটি।
ধীরে ধীরে বাসের সংখ্যা বাড়ানোর কথা থাকলেও হয়েছে উল্টো। ৫০টি বাস দিয়ে যাত্রা শুরু করলেও এখন চলছে ৩০টি। তাই বাসের জন্য কাউন্টারে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের। তাছাড়া সেখান সেখানে বাস থামানোয় বিরক্ত বেশিরভাগ যাত্রী।
"কেউ সিগন্যাল দিলেই দাঁড়ায়, রাস্তার ভেতরে জায়গায় জাগায় গাড়ি থামায়ে যাত্রী তোলে।" বলেন একজন যাত্রী।
টিকেট বিক্রেতারা বলছেন, যাত্রীদের অনেক চাহিদা থাকলেও বাস সংকটের কারণে তারা ঠিকমতো সেবা দিতে পারছেন না। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বাস না পেয়ে চলে যাচ্ছেন যাত্রীরা।
"আমার গাড়ি যেতে দেরি হলে অন্য রুটের গাড়ি যাত্রী তুৃলে নিয়ে চলে যায়, গাড়ি কম থাকায় এই সমস্যা হয়।" বলছেন চালক ও টিকেট বিক্রেতারা।
দীর্ঘ দিনের অনিয়ম ভেঙ্গে সড়কে শৃংখলা ফিরাতে, আরো সময় চায় সিটি করপোরেশন। শিগগিরই আরো তিনটি রুটে ঢাকা নগর পরিবহনের বাস নামানোর পরিকল্পনা প্রায় শেষের দিকে। যার সুফল পাবেন রাজধানীবাসী।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, "আগামী আরও দুই তিন বছর সময় লাগবে আন্ত জেলা বাস টার্মিনাল এখান থেকে চলে যাওয়ার জন্য এবং আগামী তিন বছরের মধ্যে আমরা আশা করছি ঢাকা শহরে নগর পরিবহন ছাড়া আর অন্য গাড়ি থাকবেনা। তাহলে তারপর আর এক বছরের মধ্যে এটার সুফল নাগরিকরা পাবেন।"
এছাড়া বিভিন্ন রুটে এসি বাস চলাচলের জন্যও পরিকল্পনা করছে সিটি করপোরেশন।
এসবি/