পৃথিবীর বুকেই তৈরি হবে চাঁদ! মিলবে চন্দ্রাভিযানের অভিজ্ঞতাও
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৫৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার
আকাশের দিকে হাত বাড়িয়ে শিশু চাঁদ ছুঁতে যায়। কিন্তু চাঁদকে কি আর মুঠোয় পাওয়া যায়? এতদিন এমনটাই ধারণা থাকলেও এবার দুবাই শহর আপনার জন্য এমন এক অভিজ্ঞতা নির্মাণ করতে চলেছে যা সব চেনা ধারণাকে বদলে দেবে। এর আগে বিশ্বের সব চেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা নির্মাণ করে তাক লাগিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীর এই শহর। এবার এখানেই তৈরি হতে চলেছে চাঁদের আদলে আস্ত রিসর্ট।
মধ্যপ্রাচ্যের এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, আগামী ৪৮ মাস অর্থাৎ চার বছরের মধ্যেই এই রিসর্টের নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কানাডার মুন ওয়ার্ল্ড রিসোর্ট কর্পোরেশন নামের এক ইঞ্জিনিয়ারিং সংস্থা এটি তৈরি করবে। প্রস্তাবিত রিসোর্ট ভবনটির উচ্চতা হবে ৭৩৫ ফুট। সব মিলিয়ে ৫০০ কোটি মার্কিন ডলার ব্যয় হবে এটি তৈরি করতে।
কী থাকবে এই রিসোর্টে? আগেই বলা হয়েছে এটির গড়ন হবে চাঁদের মতো। রিসোর্টটির সম্মুখভাগ হবে চন্দ্রপৃষ্ঠের আদলে। তাকে ঘিরে থাকবে লুনার কলোনি। ঢুকলে অবিকল চাঁদের মাটিতে হাঁটার অভিজ্ঞতা হবে! বছরে ২৫ লক্ষ পর্যটক এখানে থাকতে পারবেন। আর সব মিলিয়ে এক বছরে ১ কোটি মানুষ পৃথিবীতে বসেই মহাকাশে বেড়ানোর স্বপ্ন সার্থক করতে পারবেন। এখানেই শেষ নয়। থাকবে স্পা, লাউঞ্জ, কনভেনশন সেন্টার।
মুন ওয়ার্ল্ড রিসর্ট কর্পোরেশনের যুগ্ম প্রতিষ্ঠাতা মাইকেল আর হ্যান্ডারসন জানিয়েছেন, ”এই’মুন দুবাই’ হতে চলেছে পৃথিবীর সবচেয়ে বড় পর্যটন প্রকল্প। এই রিসর্টটির আকর্ষণে রাতারাতি দ্বিগুণ হয়ে যাবে দুবাইয়ের পর্যটক সংখ্যা।” তার এই দাবি থেকে পরিষ্কার, প্রকল্পটি সম্পূর্ণ হলে এর দৌলতে সংযুক্ত আরব আমিরশারীর পর্যটন ব্যবসায় এর প্রভাব হবে বিপুল। যাকে ঘিরে দেশটির অর্থনৈতিক উন্নতি হবে অনেকটাই।
সূত্র: সংবাদ প্রতিদিন
এসবি/