ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

এফএসআইবিএল ও আইদেশী’র উদ্যোগে থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: ও ইন্সটিটিউট ফর ডেভলপিং সাইন্স এ্যান্ড হেল্থ ইনিসিয়েটিভস (আইদেশী)-এর যৌথ উদ্যোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষণ ও সচেতনতা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

থ্যালাসেমিয়া একটি মারাত্মক মৃত্যু ঝুঁকিপূর্ণ রোগ যা বাবা-মায়ের মাধ্যমে সংক্রমিত হয়। থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করা সম্ভব যদি একজন থ্যালাসেমিয়া বাহক অন্য আরেকজন থ্যালাসেমিয়া বাহককে বিবাহ না করেন। এজন্যই প্রত্যেক বিবাহযোগ্য ব্যক্তির থ্যালাসেমিয়া পরীক্ষা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে, এশিয়ার নোবেলখ্যাত র‌্যামন ম্যাগসেসে পুরস্কার-২০২১ বিজয়ী ও আইদেশী’র লিড ড. ফিরদাউসী কাদরী, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আক্তারুজ্জামান জুয়েল, আইদেশী’র সিওও ডা. শারমিন জাহান উপস্থিত ছিলেন।

এসি