ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

মিয়ানমারের কারণে পরিবেশ আরো নষ্ট হচ্ছে: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৭:১৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার | আপডেট: ০৭:১৯ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার

মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও এখন বিপুল এই শরণার্থী বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেন, ভারত সফরে অন্যান্য নানা বিষয়ের পাশাপাশি এই বিষয়েও দেশটির সঙ্গে কথা বলেছেন। ভারত বাংলাদশকে এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

গত ৫ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ভারত সফরের বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার সংবাদ সম্মেলনে আসেন শেখ হাসিনা। এ সময় তিনি লিখিত বক্তব্যে শেখ হাসিনা জানান, ভারতের সঙ্গে এ নিয়ে তার আলোচনার কথা। পরে প্রশ্নোত্তর পর্বেও তিনি কথা বলেন বিষয়টি নিয়ে।

শেখ হাসিনা বলেন, “আমরা মানবিক কারণে তাদের স্থান দিয়েছি এটা ঠিক। কিন্তু এখন যে পর্যায়ে যাচ্ছে, তাতে আমাদের জন্য তো একটা বড় বোঝা হয়ে যাচ্ছে। তারপরেও তো তারা তো মানুষ, আমরা তো ফেলে দিতে পারি না। আজকে এ রকম রিফিউজি তো সব জায়গাতেই হচ্ছে।”

মিয়ানমার সরকারের আচরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “এদেরকে যে যতই চাপ দেক, এরা কোনো ইয়ে করে না। তারা নিজেরাই তো নিজেদের দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত রয়ে গেছে। এখানেই বড় সমস্যা।”

রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “ভারত সব সময়ই মনে করে যে এ সমস্যা সমাধান হওয়া উচিত। এ বিষয়ে আলোচনা হয়েছে। ভারতও উপলব্ধি করে যে আমাদের এখানে রোহিঙ্গাদের দীর্ঘদিন অবস্থান দীর্ঘ একটা সংকট তৈরি করছে। আমাদের প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে।

“সবচেয়ে বড় কথা, ওদের নিজেদের ভেতরে নিজেদের দ্বন্দ্ব, যার ফলে এখানে নানা ধরনের…. এই যে ড্রাগ ট্রাফিকিং বা নিজেদের মধ্যে অস্ত্র-সংঘাত নানা ধরনের ঘটনা ঘটছে, যেটা পরিবেশটাকে আরও নষ্ট করছে। তবুও আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আর ভারতকেও আমরা বলছি যদি তারা এ ব্যাপারে একটু সহযোগিতা করে এবং তাদের সাড়াটা পেয়েছি ইতিবাচক।”

এএইচএস