ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

টঙ্গীতে বিদুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ রিকশাচালকের

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই রিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে টঙ্গীর বউবাজার এলাকার একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুরের পীরগাছার মো. হারুন ও জামালপুরের ইসলামপুরের মো. লিটন। দুজনেই টঙ্গীর বউবাজার এলাকাস্থ স্বপনের গ্যারেজের রিকশা ভাড়ায় চালাতেন। 

টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, বৃহষ্পতিবার ভোরে ওই গ্যারেজে ব্যাটারি চালিত রিকাশার ব্যাটারি চার্জ দেয়া শেষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হন হারুন। এসময় অপর রিকশা চালক লিটন তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। 

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

এনএস//