উদ্ভাবন হল কার্বনখেকো গাড়ি!
আশরাফ শুভ
প্রকাশিত : ০২:১৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
পরিবেশবান্ধব কার্বনখেকো গাড়ি উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছেন নেদারল্যান্ডসের আইন্ডহোভেন ইউনিভার্সিটি অব টেকলোলজি’র একদল শিক্ষার্থী। দ্য জিরো এমিশন মোবিলিটি বা জেম নামের বিদ্যুৎচালিত গাড়িটি চলার সময় বাতাস থেকে কার্বন শুষে নেয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে জেম- আশাবাদী সংশ্লিষ্টরা।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাঁচতে জীবাশ্ম জ্বালানিনির্ভর গাড়ির ব্যবহার কমানোর পরামর্শ পরিবেশবিদদের। কিন্তু যথাযথ বিকল্পের অভাবে বন্ধ হচ্ছে না পৃথিবীর তাপমাত্রা বাড়ার পেছনে দায়ি এসব গাড়ির ওপর নির্ভরশীলতা।
দুই আসনের জেম গাড়ির উদ্ভাবকরা বলছেন, এতে লাগানো হয়েছে বিশেষ দুটি ফিল্টার। ২০ হাজার মাইল চললে প্রায় দুই কেজি কার্বন ডাইঅক্সাইড ধরা পড়বে ফিল্টারগুলোতে। ফলে উৎপাদন থেকে জীবোদ্দশায় যতোটা কার্বন ডাইঅক্সাইড নিঃসরিত হবে, তার চেয়ে বেশি শুষে নেবে গাড়িটি।
গাড়িটির অধিকাংশ যন্ত্রাংশ তৈরি হয়েছে থ্রিডি প্রিন্টারে পুরোনো প্লাস্টিক রিসাইকল করে। যা টেকসই ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রদর্শনী চলছে জেম-এর। আগামীতে চার্জিং স্টেশনেই এর কার্বনের ফিল্টার খালি বা পরিস্কারের লক্ষ্যে কাজ করছেন নির্মাতারা।
এসবি/